Logo
Logo

রাজধানী

ঢাকায় আজও সড়ক অবরোধ রিকশাচালকদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৫

ঢাকায় আজও সড়ক অবরোধ রিকশাচালকদের

রাজধানীর আগারগাঁও, বংশাল, খিলগাঁও, কমলাপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। 

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চালকরা। 

এর আগে, রোববার (২৪ নভেম্বর) রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। ওইদিন সকাল থেকে যাত্রাবাড়ী, প্রেস ক্লাব, মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তাদের দাবি ছিল, মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের সুযোগ দিতে হবে।  

গত কয়েকদিনের মতো আজ সোমবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা। 

ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস বলেন, আজও আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

এদিকে, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে আজ একটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 

গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। 

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের পর থেকে রায় স্থগিত করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছিলেন অটোরিকশা চালকরা।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর